ছবি সংগৃহীত
ময়মনসিংহ থেকে জারিয়াগামী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ ও বিসকার মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। এতে ময়মনসিংহ-নেত্রকোনা রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে ময়মনসিংহ রেলওয়ে জংশন থেকে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রেলওয়ে থানার ওসি মো. আক্তার হোসেন জানান, যান্ত্রিক ত্রুটির কারণেই ইঞ্জিনে আগুন লাগে। আগুন লাগার পর ট্রেন থামানো হয়, আর যাত্রীরা নিরাপদে নেমে যান।































