মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, কার্তিক ২৭ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আদানিকে ১০০ মিলিয়ন ডলার বকেয়া শোধের আশ্বাস, বিদ্যুৎ আমদানি অব্যাহত

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৪, ১১ নভেম্বর ২০২৫

আদানিকে ১০০ মিলিয়ন ডলার বকেয়া শোধের আশ্বাস, বিদ্যুৎ আমদানি অব্যাহত

ছবি সংগৃহীত

বকেয়া পরিশোধ না হওয়ায় আজ (মঙ্গলবার) থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিয়েছিল ভারতের আদানি পাওয়ার। তবে বাংলাদেশের পক্ষ থেকে ১০০ মিলিয়ন ডলার পরিশোধের আশ্বাস পাওয়ার পর সরবরাহ অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানায়, মঙ্গলবার সকালে আদানি পাওয়ার ৮৫৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে। চলতি মাসেই ধাপে ধাপে ১০০ মিলিয়ন ডলার পরিশোধের পরিকল্পনা করেছে সরকার।

বিপিডিবির মুখপাত্র শামীম হাসান বলেন, “আদানির কাছে মোট ৪৯৬ মিলিয়ন ডলার পাওনা রয়েছে। এর একটি অংশ পরিশোধের প্রক্রিয়া চলছে, আজকের মধ্যেই কিছু অর্থ পরিশোধ হতে পারে।”

এর আগে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, আদানির সঙ্গে কিছু বিষয় নিয়ে মতপার্থক্য রয়েছে এবং তাদের বিরুদ্ধে একটি রিট মামলাও হাইকোর্টে চলছে। “আমরা আংশিক পেমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি,” বলেন তিনি।

অক্টোবরের শেষ দিকে আদানি পাওয়ার পিডিবিকে আনুষ্ঠানিক চিঠিতে জানায়, বারবার অনুরোধ সত্ত্বেও ৪৯৬ মিলিয়ন মার্কিন ডলার বকেয়া পরিশোধ করা হয়নি। তবে সর্বশেষ সরকারি আশ্বাসে আপাতত বিদ্যুৎ সরবরাহ বন্ধের সিদ্ধান্ত স্থগিত করেছে প্রতিষ্ঠানটি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়