ছবি সংগৃহীত
১৩ নভেম্বরকে ঘিরে বাড়ানো হয়েছে দেশের নিরাপত্তা ব্যবস্থা। রাস্তার পাশে খোলা জ্বালানি তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, দুর্বৃত্তরা যেন এসব তেল অগ্নিসংযোগসহ নাশকতায় ব্যবহার করতে না পারে, সে কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, “১৩ নভেম্বর ঘিরে আমরা বিশেষ প্রস্তুতি নিয়েছি। সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না। সবাইকে সতর্ক থাকতে হবে এবং সন্দেহজনক কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।”
উপদেষ্টা জানান, কেপিআই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে পেট্রোলিং। পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের সহজে জামিন না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি সন্তোষজনক পর্যায়ে আছে, শিগগিরই মহড়া অনুষ্ঠিত হবে।































