মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, কার্তিক ২৭ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে বিশেষ সাইবার সেলের কার্যক্রম শুরু

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৫:২৬, ১১ নভেম্বর ২০২৫

আপডেট: ১৫:৩৮, ১১ নভেম্বর ২০২৫

গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে বিশেষ সাইবার সেলের কার্যক্রম শুরু

ছবি সংগৃহীত

ভুয়া তথ্য, বিভ্রান্তিকর কনটেন্ট ও গুজব প্রতিরোধে আসন্ন জাতীয় নির্বাচন পর্যন্ত বিশেষ সেল গঠন করেছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ)।

সেলটি সার্বক্ষণিকভাবে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ, তথ্য যাচাই এবং সত্যতা নিশ্চিতের কাজ করবে। এ জন্য এনসিএসএ প্রধান উপদেষ্টার প্রেস উইং, পিআইবি, বাসস, বিটিআরসি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

সংস্থাটি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা ছবি শেয়ার করার আগে উৎস যাচাই করতে হবে। পাশাপাশি সন্দেহজনক বা উসকানিমূলক কনটেন্ট দেখলে তাৎক্ষণিকভাবে এনসিএসএকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

সাইবার অপরাধ প্রতিরোধে ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু রয়েছে সংস্থাটির। নাগরিকদের অভিযোগের জন্য চারটি আলাদা ই-মেইল খোলা হয়েছে—

দেশের ডিজিটাল পরিসর নিরাপদ রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে এনসিএসএ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়