মঙ্গলবার ২৮ অক্টোবর ২০২৫, কার্তিক ১৩ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

এক্সপ্রেসওয়েতে বিকল পিকআপে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:১২, ২৮ সেপ্টেম্বর ২০২৫

এক্সপ্রেসওয়েতে বিকল পিকআপে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১

ছবি সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ফ্লাইওভারে মুরগিবাহী বিকল পিকআপ ভ্যানের পেছনে প্রাইভেটকার ধাক্কা দিলে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।

রোববার ভোর পৌনে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. রবিউল ইসলাম (৪৩)। আহতরা হলেন রিথিকা আক্তার (২৫), নেহা আক্তার (২৬), মো. রাব্বি (২৬) এবং মো. রানা (২৭)। তারা সবাই ঢাকার বাসিন্দা ও পরস্পরের আত্মীয়।

স্থানীয়রা জানান, শনিবার রাতে মাওয়া ঘুরে ফেরার পথে প্রাইভেটকারটি ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা পিকআপে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে রবিউল ইসলামকে মৃত ঘোষণা করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ঢাকায় পাঠানো হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়