
ছবি সংগৃহীত
কুমিল্লার হোমনা উপজেলায় ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মাইকে ঘোষণা দিয়ে চারটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, ‘বেমজা মহসিন’ নামে এক যুবক বুধবার সকালে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা তার গ্রেপ্তার ও শাস্তির দাবি জানায়। পুলিশ ওই দিনই মহসিনকে গ্রেপ্তার করে এবং বৃহস্পতিবার আদালতে পাঠায়।
তবুও সকালে বিক্ষুব্ধ লোকজন মাইকে ঘোষণা দিয়ে কফিল উদ্দিন শাহ ও হাওয়ালি শাহ মাজারে আগুন, আর কালাই শাহ ও আবদু শাহ মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, “ফেসবুকে আপত্তিকর পোস্টের সঙ্গে জড়িত ব্যক্তিকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু যারা আইন হাতে নিয়ে মাজারে হামলা করেছে, তাদের শনাক্ত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।