
ছবি সংগৃহীত
ফরিদপুরের সদরপুরে মাত্র ১০ টাকায় ইলিশ দেওয়ার ঘোষণা দিয়ে বিপাকে পড়েছেন স্বতন্ত্র এমপি প্রার্থী মুফতি রায়হান জামিল।
বুধবার সকাল ১১টার দিকে বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তিনি ইলিশ বিতরণের আয়োজন করেন। খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ ভিড় করেন। পর্যাপ্ত মাছ না থাকায় ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা দেখা দেয়। ক্ষুব্ধ জনতা তার গাড়ি ঘিরে ধরলে স্থানীয়দের সহায়তায় তিনি সেখান থেকে বের হন।
রায়হান জামিল বলেন, মানুষের উপকারে ইলিশ বিতরণ করতে চেয়েছিলেন, কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণে নিরাপত্তার জন্য দ্রুত চলে আসতে হয়েছে।
সদরপুর থানার ওসি সুকদেব রায় জানান, আগেই এই কর্মসূচি না করার পরামর্শ দেওয়া হয়েছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
রায়হান জামিল ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী। এর আগে তিনি ২ টাকা কেজিতে চাল বিক্রি করেছিলেন।