
ছবি সংগৃহীত
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ চাকরি করার জন্য নয়, উদ্যোক্তা হওয়ার জন্য জন্মায়। তাই সবার উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করতে নতুন আর্থিক কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার রাজধানীর মোহাম্মদপুরের খিলজি রোডে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “প্রতিষ্ঠান নয়, ব্যক্তি উদ্যোক্তার পাশে দাঁড়াতে হবে। কেউ ব্যবসার আইডিয়া নিয়ে এলে আমরা শুধু ঋণ নয়, বিনিয়োগও করব। সফল হলে ধীরে ধীরে সে পুরো মালিকানা নিজের হাতে নিতে পারবে।”
ইউনূস জানান, প্রযুক্তি এখন প্রত্যেককে বৈশ্বিক অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ দিয়েছে। এজন্য পুরোনো আইন ও কাঠামো বদলে উদ্যোক্তা বান্ধব পরিবেশ তৈরি করা জরুরি। তিনি মনে করেন, পিকেএসএফের ৩৫ বছরের অভিজ্ঞতা এই পরিবর্তনের ভিত্তি হতে পারে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পিকেএসএফ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জাকির আহমেদ খান এবং ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের।