
ছবি সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশকে কোনো রাজনৈতিক দলের প্রতি সুবিধা না দিয়ে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।
রোববার রাজারবাগ পুলিশ লাইনে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনে তিনি বলেন, “রাজনৈতিক কর্মীর মতো আচরণ করবেন না। এখন যার কাছে তেল আছে, রিজার্ভ করে রাখুন—নির্বাচনের পর কাজে লাগবে। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণই হবে আপনাদের দায়িত্ব।”
রাজবাড়ী ও চট্টগ্রামের সাম্প্রতিক অস্থিরতা প্রসঙ্গে তিনি জানান, পরিস্থিতি কিছুটা খারাপের দিকে গেলেও তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। রাজবাড়ীর ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হুমকি ও সহিংসতা দমনে ব্যর্থতার অভিযোগ ঠিক নয়। “আমরা ব্যর্থ হইনি, তবে সমাজে অসহিষ্ণুতা বেড়েছে। সবাইকে ধৈর্য ধরতে হবে।”