বুধবার ১০ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ২৬ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বাগেরহাটে আসন পুনর্বহালের দাবিতে হরতাল, অবরোধে অচল সড়ক

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৮, ৮ সেপ্টেম্বর ২০২৫

বাগেরহাটে আসন পুনর্বহালের দাবিতে হরতাল, অবরোধে অচল সড়ক

ছবি সংগৃহীত

সংসদীয় আসন কমানোর প্রতিবাদে বাগেরহাটে সকাল থেকে হরতাল চলছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে ডাকা এ কর্মসূচিতে সড়ক অবরোধ, জেলা নির্বাচন অফিসে তালা ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়।

সকাল পৌনে ৯টার দিকে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানকে কার্যালয়ে প্রবেশে বাধা দেওয়া হয়। পরে তিনি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেন।

জেলার বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি, বেঞ্চ ও গাড়ি ফেলে অবরোধ করা হয়। খুলনা-ঢাকা, খুলনা-মোংলা ও বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের অন্তত ২০টি পয়েন্টে যান চলাচল বন্ধ হয়ে যায়।

হরতালে জেলা বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। তাদের দাবি, বাগেরহাটে সংসদীয় আসন সংখ্যা আবারও চারটিতে পুনর্বহাল করতে হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়