
ছবি সংগৃহীত
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে নাশকতা ঠেকাতে ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৮ দফা নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার দুপুরে অনলাইনে আয়োজিত সভায় এ নির্দেশনা চূড়ান্ত করা হয়।
সভায় আট বিভাগের কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা অংশ নেন। সচিবালয় থেকে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম ও মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।
নির্দেশনায় নিরাপত্তা জোরদার, গোয়েন্দা নজরদারি, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধ, প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক মোতায়েন, মনিটরিং কমিটি গঠন, প্রতিমা বিসর্জনস্থলে বাড়তি ব্যবস্থা এবং ইভটিজিং ও আতশবাজি বন্ধে কঠোর পদক্ষেপের কথা বলা হয়েছে।
পাশাপাশি প্রতিমা তৈরি থেকে বিসর্জন পর্যন্ত সব স্থানে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটি, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।