বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ২০ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, বাড়ছে হতাহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২২, ৩ সেপ্টেম্বর ২০২৫

ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, বাড়ছে হতাহতের আশঙ্কা

ছবি সংগৃহীত

দুই দিনের ব্যবধানে আবারও ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দক্ষিণ-পূর্বাঞ্চলে ৫.৫ মাত্রার নতুন কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে রোববার রাতে ৬ মাত্রার ভূমিকম্পে প্রাণ গেছে অন্তত ১ হাজার ৪১১ জনের, আহত হয়েছেন ৩ হাজারের বেশি। ধসে পড়েছে ৫ হাজার ৪০০-এর বেশি বাড়িঘর।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মঙ্গলবারের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে, যা আগেরটির কাছাকাছি। এতে পাহাড় ধসে সড়ক বন্ধ হয়ে যায়, ব্যাহত হয় উদ্ধারকাজ।

মানবিক সংস্থাগুলো বলছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ইতোমধ্যে জাতিসংঘ, সেভ দ্য চিলড্রেন, ইউনিসেফসহ বিভিন্ন সংস্থা ত্রাণ ও জরুরি সহায়তা পাঠানো শুরু করেছে। তালেবান প্রশাসন দুর্গম গ্রামগুলোতে পৌঁছাতে হেলিকপ্টার ব্যবহার করছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার ও নানগারহার প্রদেশ। স্থানীয়রা ধ্বংসস্তূপ খুঁড়ে এখনও জীবিতদের খুঁজছেন। আফটারশকের আতঙ্কে অনেকে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়