
ছবি সংগৃহীত
রাজধানীর ধানমন্ডিতে শফিউদ্দীন শিল্পালয়ে শেষ হলো চিত্রশিল্পী ফরিদা ইয়াসমিন পারভীনের একক চিত্র প্রদর্শনী ‘কালার্স অব ন্যাচার’। প্রদর্শনীতে মোট ৭৫টি চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে, যেখানে শিল্পী প্রকৃতির বিভিন্ন রঙ এবং দৃশ্য ফুটিয়ে তুলেছেন। এটি তার দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী।
শিল্পী এক্রেলিক রঙ ব্যবহার করে আঁকেছেন ফুল, পাখি, মাছ, সমুদ্র এবং প্রাণীজগতের নানা দৃশ্য। কখনও দেশ, কখনও মহাদেশ, কখনও বা গভীরতায় হারানো প্রকৃতির রূপ—সব মিলিয়ে চিত্রগুলো দর্শনার্থীদের মুগ্ধ করেছে।
প্রদর্শনীটি শিশু থেকে বৃদ্ধ, সাধারণ থেকে শিল্পপ্রেমীদের মধ্যেও সমানভাবে জনপ্রিয় হয়েছে। চার দেওয়ালের মধ্যে প্রকৃতির রঙের বিস্তার যেন শহুরে জীবনে প্রাণের সঞ্চার করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিত্রশিল্পী অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী, এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প বিষয়ক লেখক ও অবসরপ্রাপ্ত অধ্যাপক নজরুল ইসলাম। প্রদর্শনীর মিডিয়া পার্টনার ছিল এসএ টিভি।