ছবি সংগৃহীত
রক সংগীতপ্রেমীদের জন্য দারুণ খবর—একই মঞ্চে উঠছেন বাংলাদেশ ও পাকিস্তানের দুই কিংবদন্তি রক তারকা জেমস ও আলি আজমত।
১৪ নভেম্বর রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত কনসার্ট ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা: আলি আজমত অ্যান্ড নাগরবাউল জেমস’।
জুনুন ব্যান্ডের ভোকালিস্ট আলি আজমত এবং নাগরবাউল জেমস—দক্ষিণ এশিয়ার সংগীতজগতে দুই প্রজন্মের প্রভাবশালী শিল্পী। এই প্রথমবার তাঁরা একসঙ্গে একই মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন, যা ঢাকার সংগীত ইতিহাসে এক বিশেষ মুহূর্ত হয়ে থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।
ইভেন্টটির আয়োজন করছে অ্যাসেন কমিউনিকেশন, প্রধান সংগঠক স্টেট মিডিয়া।
অ্যাসেন কমিউনিকেশনের সিনিয়র স্ট্র্যাটেজিক প্ল্যানার মুকেশ গোয়ালা বলেন, “ভক্তদের মধ্যে যে উচ্ছ্বাস দেখছি, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। টিকিট বিক্রিও প্রত্যাশার চেয়ে বেশি। আমরা চাই দর্শকরা যেন এক অনন্য অভিজ্ঞতা পান।”
তিনি জানান, দর্শকদের জন্য উন্নতমানের সাউন্ড, লাইটিং ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে ? www.getsetrock.com
কনসার্টসংক্রান্ত সব আপডেট পাওয়া যাবে অ্যাসেন কমিউনিকেশন ও গেট সেট রক–এর অফিসিয়াল ফেসবুক পেজে।


























