বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ২০ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৮:১৭, ২ সেপ্টেম্বর ২০২৫

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে অনড় জামায়াত

ছবি সংগৃহীত

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনের দাবিতে অনড় অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী। সোমবার রাজধানীর বসুন্ধরায় আমির শফিকুর রহমানের বাসায় নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়।

দলটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়া, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির বিষয়েও আলোচনা হয়।

অন্যদিকে, জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটে পিআর গৃহীত না হলে দল তা মেনে নেবে। তবে সাজানো নির্বাচন হলে জনগণ মেনে নেবে না বলে তিনি সতর্ক করেন।

গোলাম পরওয়ার দাবি করেন, দেশের ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চান। তিনি প্রধান উপদেষ্টাকে আহ্বান জানান, এ বিষয়ে সব রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় সংলাপ আয়োজনের জন্য।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়