বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ২০ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আবারও রেলপথ অবরোধ বাকৃবি শিক্ষার্থীদের, ট্রেন চলাচল বন্ধ

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:২৩, ২ সেপ্টেম্বর ২০২৫

আবারও রেলপথ অবরোধ বাকৃবি শিক্ষার্থীদের, ট্রেন চলাচল বন্ধ

ছবি সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন। মঙ্গলবার সকাল ১১টা থেকে তারা ময়মনসিংহ নগরীর জব্বারের মোড় এলাকায় রেলপথ অবরোধ করলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ভেটেরিনারি ও পশুপালন অনুষদের ডিগ্রি একীভূত করে সমন্বিত ডিগ্রি চালুর দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চালাচ্ছেন। রোববার শিক্ষক-কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় বহিরাগতদের হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হন। এর পর রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে এবং শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। বহিরাগতদের হামলার বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিও তুলেছেন তারা।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আক্তার হোসেন জানান, সকাল ১১টা ৫৫ মিনিট থেকে অবরোধ শুরু হলে মহুয়া কমিউটার ট্রেন ফাতেমানগর স্টেশনে আটকা পড়ে। দুপুরে আরও কয়েকটি ট্রেনের চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়