বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ২০ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

এখন থেকে পুলিশে এএসআই পদে সরাসরি নিয়োগ

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১২:৫৭, ২ সেপ্টেম্বর ২০২৫

এখন থেকে পুলিশে এএসআই পদে সরাসরি নিয়োগ

ছবি সংগৃহীত

বাংলাদেশ পুলিশে নতুন করে চার হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদ সৃষ্টির উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে দুই হাজার জন সরাসরি নিয়োগ পাবেন, বাকি দুই হাজার পদ পূরণ হবে কনস্টেবলদের পদোন্নতির মাধ্যমে। এটাই প্রথমবার এএসআই পদে সরাসরি নিয়োগ প্রক্রিয়া চালু হতে যাচ্ছে।

জনপ্রশাসন অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে প্রস্তাবে সম্মতি দিয়েছে। সচিব কমিটির বৈঠকে অনুমোদনের পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে পুলিশ সদরদপ্তর। জাতীয় সংসদ নির্বাচনের আগেই নিয়োগ প্রক্রিয়া শেষ হতে পারে বলে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনলাইন জিডি, মামলা দায়ের তদন্ত কার্যক্রম কার্যকরভাবে সম্পাদনের জন্য এসব পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নিয়োগে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস ধরা হয়েছে। পদ সৃষ্টি হলে বছরে প্রায় ১৩৫ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পনা ছাড়া এএসআই পদ বাড়ানো হলে এসআই পদোন্নতিতে জটিলতা তৈরি হতে পারে। তারা মনে করেন, অনলাইন জিডি তদন্ত কার্যক্রমের জন্য কম্পিউটার দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দিতে হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়