
ছবি সংগৃহীত
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী আজ। ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি।
১৯৭১ সালে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে ওসমানীর নেতৃত্বে দেশকে ১১টি সেক্টরে ভাগ করে যুদ্ধ পরিচালিত হয়। স্বাধীনতার পর তিনি নবগঠিত বাংলাদেশের প্রথম সেনাপ্রধান হন এবং পরবর্তীতে মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন।
তার জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালে কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের পর বিকেলে আলোচনা সভা, দোয়া মাহফিল ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।