
ছবি সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একদলীয় শাসনের বিপরীতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশের রাজনীতি ও অর্থনীতিতে মৌলিক পরিবর্তন এনেছিল বিএনপি।
সোমবার (১ সেপ্টেম্বর) দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি বলেন, বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা হলেও দলটি আবার ঘুরে দাঁড়িয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামীতে জনগণের ভোটে ক্ষমতায় গেলে বিএনপি একটি সমৃদ্ধ দেশ গড়ে তুলবে।
তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারির সুষ্ঠু নির্বাচন আয়োজনই বড় চ্যালেঞ্জ। এর সংস্কারে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে।
উল্লেখ্য, দীর্ঘ দেড় যুগ পর তুলনামূলক অনুকূল রাজনৈতিক পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে বাংলাদেশ।