
ছবি সংগৃহীত
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে জালালাবাদ এলাকায় অনুভূত এই কম্পনে বহু গ্রামে ঘরবাড়ি ধসে পড়ে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, অন্তত ২০ জন নিহত এবং ১১৫ জনের বেশি আহত হয়েছেন। শুধু একটি গ্রামেই ৩০ জনের মৃত্যুর খবর মিলেছে। দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় সঠিক হতাহতের সংখ্যা জানতে সময় লাগছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। পাকিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়াতেও এর প্রভাব অনুভূত হয়।
উল্লেখ্য, আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ। গত বছর দেশটির পশ্চিমাঞ্চলে একাধিক ভূমিকম্পে এক হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।