মঙ্গলবার ০২ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ১৭ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত অন্তত ৬২২, আহত দেড় হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৩, ১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৪:৩২, ১ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত অন্তত ৬২২, আহত দেড় হাজারের বেশি

ছবি সংগৃহীত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৬২২ জন নিহত ও দেড় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রোববার মধ্যরাতে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পে কুনার প্রদেশের বহু গ্রাম ধসে পড়ে। অন্তত তিনটি গ্রাম পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে। প্রাদেশিক কর্মকর্তারা বলছেন, শুধু একটি গ্রামেই ৩০ জনের মৃত্যু হয়েছে।

উদ্ধারকর্মীরা সারাদিন ধ্বংসস্তূপের নিচে জীবিত মানুষ খুঁজেছেন। আহতদের হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে। সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়াতেও এর প্রভাব অনুভূত হয়েছে।

দেশটি এমনিতেই মানবিক সংকটে বিপর্যস্ত। বিদেশি সাহায্য কমে আসা এবং শরণার্থী ফেরত পাঠানোর কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এখনো পর্যন্ত কোনো বিদেশি দেশ উদ্ধার বা ত্রাণ কার্যক্রমে সহায়তা শুরু করেনি।

আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ। গত বছর পশ্চিমাঞ্চলে একাধিক ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়