মঙ্গলবার ০২ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ১৭ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

তিয়ানজিনে শি-মোদি বৈঠক: সম্পর্ক স্বাভাবিক করার বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫১, ১ সেপ্টেম্বর ২০২৫

তিয়ানজিনে শি-মোদি বৈঠক: সম্পর্ক স্বাভাবিক করার বার্তা

ছবি সংগৃহীত

সাত বছর পর মুখোমুখি বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে তিয়ানজিন শহরে অনুষ্ঠিত এ বৈঠককে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

শি জিনপিং বলেন, চীন-ভারত প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হিসেবে কাজ করলে দুই দেশই লাভবান হবে। মোদি জানান, সীমান্তে উত্তেজনা কমেছে এবং দুইশো কোটিরও বেশি মানুষের ভবিষ্যৎ দুই দেশের সহযোগিতার ওপর নির্ভর করছে।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক বাণিজ্য ইস্যু আলোচনায় উঠে আসে। একইসঙ্গে আমেরিকার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটকেও গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ২০২০ সালের সীমান্ত সংঘর্ষের পর ভাঙা আস্থা পুরোপুরি ফিরে না এলেও এই বৈঠক দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার পথে গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়