বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ২০ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মন্ত্রীদের জন্য ৬০ গাড়ি কেনার সমালোচনা তাসনুভার

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৮:১০, ৪ সেপ্টেম্বর ২০২৫

মন্ত্রীদের জন্য ৬০ গাড়ি কেনার সমালোচনা তাসনুভার

ছবি সংগৃহীত

আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি মিতসুবিশি পাজেরো কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। প্রতিটি গাড়ির দাম এক কোটি ৬৯ লাখ টাকা, মোট ব্যয় হবে ১০১ কোটি ৬১ লাখ টাকা।

এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, অর্থ উপদেষ্টা যেন আগেভাগেই মন্ত্রী বন্ধুদের নতুন গাড়ি নিশ্চিত করছেন।

তিনি আরও অভিযোগ করেন, শহীদ-আহতদের বিচার ও তালিকা প্রকাশ না করে সরকার বিলাসবহুল গাড়ি কেনায় ব্যস্ত। তার মতে, সরকারের সব ব্যর্থতার দায় চাপানো হচ্ছে ছাত্রদের ওপর, অথচ গণঅভ্যুত্থানের কৃতিত্ব ছাত্রদের হাতে খুব সামান্যই দেওয়া হয়েছে।

এদিকে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন অনুযায়ী, জেলা-উপজেলা পর্যায়ের দায়িত্বে থাকা কর্মকর্তাদের জন্য আরও ২২০টি গাড়ি কেনা হবে। সব মিলিয়ে ব্যয় হবে প্রায় ৪৪৫ কোটি টাকা।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রশ্ন তুলেছেন, ভবিষ্যৎ সরকার বা মন্ত্রীরা কী গাড়ি ব্যবহার করবেন তা অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়