
ছবি সংগৃহীত
আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে কিশোরগঞ্জের ১১ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত হয়েছেন।
১২ আগস্ট দুদকের মামলায় আদালতে হাজিরার পর ফেরার পথে তারা উৎকোচের বিনিময়ে মতিউরকে আলাদা কক্ষে খাবারের সুযোগ করে দেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে শনিবার জেলা পুলিশ এ সিদ্ধান্ত নেয়।
বরখাস্তরা হলেন এসআই আবুল কাশেম এবং কনস্টেবল মনিরুজ্জামান, কবির হোসেন, ইমরান, নির্জন খান, শামীম আলম, রনি হোসেন, শরীফুল ইসলাম, তানভীর রহমান, আবু সাঈদ মিয়া ও রবীন্দ্র দাস। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।