বুধবার ১০ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ২৬ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

এনবিসি নিউজ: রাশিয়া-ইউক্রেন বাফার জোনে বাংলাদেশ-সৌদি সেনা নেওয়ার আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৩, ৭ সেপ্টেম্বর ২০২৫

এনবিসি নিউজ: রাশিয়া-ইউক্রেন বাফার জোনে বাংলাদেশ-সৌদি সেনা নেওয়ার আলোচনা

ছবি সংগৃহীত

যুদ্ধবিরতি হলে রাশিয়া-ইউক্রেন সীমান্তে যে বাফার জোন তৈরি হবে, সেটি পর্যবেক্ষণে নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র। আর বাড়তি নিরাপত্তার জন্য সৌদি আরব বা বাংলাদেশের মতো ন্যাটোভুক্ত নয় এমন দেশ থেকেও সেনা নেওয়ার কথা ভাবা হচ্ছে। এনবিসি নিউজের খবরে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই বাফার জোনকে বৃহৎ নিরস্ত্রীকরণ এলাকা হিসেবে গড়ে তোলা হবে, যাতে ভবিষ্যতে রাশিয়ার আক্রমণ ঠেকানো যায়।

তবে এখনো যুদ্ধবিরতি বা শান্তিচুক্তির কোনো অগ্রগতি নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে আলাস্কায় ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করলেও মস্কোর পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অবশ্য আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন।

জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা প্যাকেজের প্রস্তাব দিয়েছে, যার মধ্যে যুদ্ধবিমান, প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন কেনার বিষয় রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়