বুধবার ১০ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ২৬ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩০, ৯ সেপ্টেম্বর ২০২৫

বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

ছবি সংগৃহীত

নেপালে তরুণ প্রজন্মের ব্যাপক বিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ এবং দুর্নীতির প্রতিবাদে গত সোমবার বিক্ষোভ চলাকালীন ১৯ জন নিহত হওয়ার পর মঙ্গলবার দুপুরে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

কেপি শর্মা ওলি এক বিবৃতিতে জানিয়েছেন, চলমান সংকটের সংবিধানসম্মত সমাধানের পথ সুগম করার জন্য তিনি পদত্যাগ করেছেন।

বিক্ষোভে রাজধানী কাঠমান্ডুসহ সারা নেপালে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। জনতা একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়, যার মধ্যে ওলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবনও রয়েছে। রাজনৈতিক দলের কার্যালয়ও লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

ইন্ডিয়া টুডের সূত্রে জানা গেছে, সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগডেলও প্রধানমন্ত্রীকে পদত্যাগের পরামর্শ দেন। প্রধানমন্ত্রী ওলি নিরাপদে সরকারি বাসভবন থেকে বের হওয়ার জন্য সেনাবাহিনীর সহায়তা চেয়েছিলেন এবং দেশ ত্যাগের পরিকল্পনা করেছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়