রোববার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ৩০ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৮, ১৪ সেপ্টেম্বর ২০২৫

সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই

ছবি সংগৃহীত

দেশবরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭১ বছর। স্বামী ও চার সন্তান রেখে গেছেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন তাঁর জামাতা সাজ্জাদুর রহমান খান।

দীর্ঘদিন কিডনির জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। ডায়ালাইসিসের পর শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে ভর্তি করা হয় এবং বুধবার ভেন্টিলেশনে রাখা হয়। শেষ পর্যন্ত চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে শনিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম ফরিদা পারভীনের। ১৪ বছর বয়সে ১৯৬৮ সালে পেশাদার সংগীতজীবন শুরু করেন তিনি। বাবার সংগীতপ্রেম এবং পরিবারের অনুপ্রেরণাতেই তার গানে হাতেখড়ি। পাঁচ দশকেরও বেশি সময় লালনসংগীত সাধনায় কাটিয়েছেন এই শিল্পী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়