
ছবি সংগৃহীত
ভারত ২৫ বল হাতে রেখে ৭ উইকেটে হারাল পাকিস্তানকে, নিশ্চিত করল সুপার ফোরের পথ।
টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত পাকিস্তানের জন্য কাল হয়ে দাঁড়ায়। প্রথম দুই ওভারে দুই ওপেনার ফিরলে দল আর ঘুরে দাঁড়াতে পারেনি। শাহিবজাদা ফারহান ৪৪ বলে ৪০ ও শাহিন আফ্রিদি ১৬ বলে ৩৩ রানে কিছুটা প্রতিরোধ গড়লেও ২০ ওভারে পাকিস্তানের ইনিংস থামে ৯ উইকেটে ১২৭ রানে।
ভারতের স্পিনাররা ছিলেন দুর্দান্ত—কুলদীপ যাদব ৩/১৮, অক্ষর প্যাটেল ২/১৮, জাসপ্রিত বুমরাহ ২/২৮।
জবাবে ঝড়ো শুরু করে ভারত। অভিষেক শর্মা ১৩ বলে ৪১ রান করেন চারটি চার ও দুটি ছক্কায়। এরপর সূর্যকুমার যাদব ৩৭ বলে অপরাজিত ৪৭ ও তিলক ভার্মা ৩১ বলে ৩১ রানে সহজ জয় নিশ্চিত করেন।
ফল: ভারত ২৫ বল বাকি থাকতে জয়ী, পাকিস্তান ১২৭/৯ (২০ ওভার), ভারত ১৩১/৩ (১৫.৫ ওভার)।