সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ৩১ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিলের প্রস্তাব জামায়াতের

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১১:৩৩, ১৫ সেপ্টেম্বর ২০২৫

জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিলের প্রস্তাব জামায়াতের

ছবি সংগৃহীত

জাতীয় নির্বাচনে অংশ নিতে হলে প্রার্থীদের ‘জুলাই সনদ’ মানতে হবে এবং তা বাস্তবায়নের শপথ করে হলফনামা দিতে হবে—এমন প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। কেউ হলফনামা না দিলে বা সনদবিরোধী প্রচার চালালে তার প্রার্থিতা বাতিল ও রাষ্ট্রদ্রোহ মামলার মুখে পড়তে হবে বলেও প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ সংবাদমাধ্যমকে বলেন, “এটা এখনো প্রস্তাব মাত্র। এ নিয়ে আলোচনা হতে পারে।”

জামায়াত ‘প্রভিশিয়াল সাংবিধানিক আদেশ–২০২৫’ জারির প্রস্তাব দিয়েছে, যাতে নির্বাচনে অংশগ্রহণের শর্ত হিসেবে জুলাই সনদ মানার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। ৬ সেপ্টেম্বর দলটি এই প্রস্তাব প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন ঐকমত্য কমিশনে জমা দেয়।

জামায়াত চায়, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে সংবিধান সংস্কারসহ জুলাই সনদের ৮৪টি সংস্কার বাস্তবায়ন হোক। অন্যদিকে বিএনপির অবস্থান, সংসদ ছাড়া সংবিধান সংশোধনের সুযোগ নেই।

জামায়াত প্রস্তাবে বলেছে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের মাধ্যমে জনগণের হাতে ‘কনস্টিটুয়েন্ট পাওয়ার’ (সংবিধান তৈরি বা পরিবর্তনের ক্ষমতা) চলে গেছে। এরপর গঠিত অন্তর্বর্তী সরকার সাংবিধানিক আদেশ জারি করে, যা সংবিধানসহ সব আইনের ওপর প্রাধান্য পাবে। এই আদেশ কার্যকর থাকবে নতুন সংবিধান প্রণয়ন ও গণভোটে অনুমোদন পাওয়া পর্যন্ত।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, “জুলাই সনদ প্রণীত হয়েছে গণতন্ত্রের সুরক্ষায়। এর বিরোধিতা মানে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান। যারা বাংলাদেশের রাজনীতি করবে, তাদের জুলাই চেতনা মেনেই করতে হবে।”

তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধ যেমন বাংলাদেশের ভিত্তি, জুলাইও হতে পারে গণতান্ত্রিক ভিত্তি। কেউ বাংলাদেশে রাজনীতি করতে চাইলে মুক্তিযুদ্ধের মতো জুলাই সনদও মানতে হবে।”

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়