
ছবি সংগৃহীত
এশিয়া কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল ভালো। হংকংকে হারিয়ে যাত্রা শুরু করলেও শ্রীলঙ্কার কাছে পরাজয়ের কারণে টাইগারদের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। আজ আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাঁচার লড়াই খেলবে বাংলাদেশ।
পেস আক্রমণে ফিরছেন তাসকিন আহমেদ। শরিফুল ইসলাম একাদশ থেকে বাদ পড়তে পারেন। ব্যাটিং অর্ডারে প্রথম তিনটি পজিশনে পরিবর্তন নেই, তবে চার নম্বরে তাওহিদ হৃদয়ের স্থায়িত্ব নিয়ে সমালোচনা রয়েছে। শেষ দিকে শামীম হোসেন ও জাকের আলী ভালো ফর্মে থাকায় তাদের জায়গা নিশ্চিত। স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান এবং লেগ স্পিনার রিশাদ হোসেনের উপর ভরসা থাকবে।
ম্যাচ শুরু রাত সাড়ে ৮টায়, শেখ জায়েদ স্টেডিয়ামে। টাইগারদের শুধু জেতাটাই নয়, বড় ব্যবধানে জিততে হবে টুর্নামেন্টে টিকে থাকতে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ:
সেদিকুল্লাহ আতাল, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, আজমতউল্লাহ, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নূর আহমদ, গজনফর, ফজলহক ফারুকি