সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ৩১ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

স্টারবাকসের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জিতল করাচির ‘সাত্তার বকশ’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২০, ১৫ সেপ্টেম্বর ২০২৫

স্টারবাকসের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জিতল করাচির ‘সাত্তার বকশ’

ছবি সংগৃহীত

করাচির জনপ্রিয় ক্যাফে ‘সাত্তার বকশ’ স্টারবাকসের সঙ্গে ১২ বছরের আইনি লড়াই জিতে আলোচনায় এসেছে। স্টারবাকসের অভিযোগ ছিল, এই ক্যাফের নাম ও সবুজ গোলাকার লোগো তাদের ব্র্যান্ডের সাদৃশ্য তৈরি করে এবং গ্রাহক বিভ্রান্ত করতে পারে।

বিতর্কের শুরু

২০১৩ সালে রিজওয়ান আহমদ ও আদনান ইউসুফ ‘সাত্তার বকশ’ চালু করেন। লোগোতে ছিল গোঁফওয়ালা এক পুরুষের ছবি, যা স্টারবাকসের মারমেইড প্রতীকের প্যারোডি মনে করে অনেকে। যদিও সে সময় পাকিস্তানে স্টারবাকসের কোনো শাখা ছিল না, প্রতিষ্ঠানটি দ্রুত আপত্তি জানায়।

ক্যাফের জবাব

ক্যাফের প্রতিষ্ঠাতারা জানান, এটি নকল নয়, স্থানীয় সংস্কৃতিনির্ভর প্যারোডি। তারা নামের উৎসও ব্যাখ্যা করেন—‘সাত্তার’ পাকিস্তানের প্রচলিত নাম, আর ‘বকশ’ মানে সেবক। বিভ্রান্তি এড়াতে লোগো ও ব্র্যান্ডিংয়ে পরবর্তীতে কিছু পরিবর্তন আনা হয় এবং স্পষ্ট ডিসক্লেইমার যোগ করা হয়।

রায়ের ফল

পাকিস্তানি আদালত শেষ পর্যন্ত ক্যাফের পক্ষে রায় দেয়। লোগো ও নাম ব্যবহারের অনুমতি মিললেও, বিভ্রান্তি কমাতে ভিজ্যুয়াল আইডেন্টিটিতে সামান্য পরিবর্তন রাখতে হয়।

ক্যাফেটি এখনো আগের নামেই চলছে। বার্গার, পিৎজা, শিশা–নানা মজার মেনু আর দেশি ধাঁচের ব্যঙ্গাত্মক স্টাইলে এটি করাচির কফিপ্রেমীদের কাছে অনন্য এক ঠিকানা হয়ে উঠেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়