মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, আষাঢ় ৩০ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ট্রাক থেকে চাঁদা আদায়, ৩ পুলিশ প্রত্যাহার

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪১, ২১ জানুয়ারি ২০২৫

ট্রাক থেকে চাঁদা আদায়, ৩ পুলিশ প্রত্যাহার

ছবি: ইন্টারনেট

ট্রাকচালকের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে ফেনী মডেল থানার এক এসআই দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানা ওসি মর্ম সিংহ ত্রিপুরা।

প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেনউপপরিদর্শক (এসআই) শুক্কুর, কনস্টেবল জাহিদ কনস্টেবল নিরব।

প্রত্যক্ষদর্শী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজিজুর রহমান রিজভী বলেন, রাতে বন্ধুরা দোয়েল চত্বর এলাকায় চা খাচ্ছিলাম। হঠাৎ খেয়াল করলাম একটি বাঁশভর্তি ট্রাক শহীদ মিনার এলাকায় দাঁড়াল। এসময় পুলিশের সঙ্গে থাকা সিএনজিচালিত অটোরিকশার এক চালক ওই ট্রাক চালকের কাছ থেকে কিছু একটা নিয়ে আসে। বিষয়টি সন্দেহ হলে আমার অটোরিকশা চালককে জিজ্ঞেস করলে একপর্যায়ে তিনি স্বীকার করেন যে পুলিশের কথামতো ট্রাক চালকের কাছ থেকে তিনি দুইশ টাকা নিয়েছেন।

রিজভী আরও বলেন, চাঁদাবাজির বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমাকে জানানো হয়। কিছুক্ষণের মধ্যে ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা ঘটনাস্থলে আসেন। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে রাতেই তাদের থানা থেকে প্রত্যাহার করা হয়।

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, শহীদ মিনার এলাকায় চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বিষয়ে ফেনী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়