শনিবার ২৭ জুলাই ২০২৪, শ্রাবণ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সিলেটে পানিবন্দি লাখো মানুষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৮, ৩ জুন ২০২৪

সিলেটে পানিবন্দি লাখো মানুষ

ছবি: ইন্টারনেট

সিলেটে সুরমা, কুশিয়ারাসহ অন্যান্য নদ-নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে এখনো পানিবন্দী হয়ে দুর্ভোগ পোহাচ্ছে ৩ লাখেরও বেশি মানুষ। বন্যাপীড়িত এলাকায় খাবার বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

সিলেটে শুক্রবার থেকে কোনো বৃষ্টি হয়নি। ভারতের চেরাপুঞ্জিতেও বৃষ্টি হয়েছে কম। কারণে সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। সুরমা কুশিয়ারা নদীর পানি কয়েকটি পয়েন্টে এখনো বিপদসীমার ওপর দিয়ে বইলেও সদর উপজেলা, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট জকিগঞ্জের নিুাঞ্চল থেকে পানি নামছে।

কিন্তু মানুষের দুর্ভোগ কমছে না। এখনো পানিবন্দী হয়ে আছে প্রায় লাখ মানুষ। অনেক স্থানে সড়ক ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যাহত হচ্ছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। ফসলের ক্ষেত পুকুর ডুবে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে চাষিদের।

মৌলভীবাজারের নিম্নাঞ্চল থেকে পানি নেমে গেছে। কিন্তু পানিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। হবিগঞ্জের করাঙ্গী নদীর তীর রক্ষা বাধ ভেঙে প্লাবিত বাহুবল উপজেলার নিুাঞ্চল থেকেও পানি নামতে শুরু করেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়