
ছবি: ইন্টারনেট
সুন্দরবনে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। শনিবার সুন্দরবনের পূর্বাংশে গভীর বনে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে বনের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে। আগুন নেভাতে বনবিভাগ, ফায়ার সার্ভিস এবং নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরাও কাজ করছে। গহীন জঙ্গলে পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস।
দেশের ফুসফুসখ্যাত সুন্দরবন এবার আগুনে পুড়ছে। আগুন ছড়িয়ে পড়েছে এই বনের কয়েক কিলোমিটার এলাকায়। হুমকিতে পড়েছে বন্যপ্রাণি ও জীববৈচিত্র্য।
শনিবার বিকেলে সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমোরবুনিয়া এলাকায় প্রথম আগুন দেখতে পায় স্থানীয় বনজীবী ও বন বিভাগের কর্মীরা। ধীরে ধীরে সেই আগুন ছড়িয়ে পড়ে আশাপাশে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে যোগ দিয়েছে বিমান বাহিনী, কোস্ট গার্ড, বন বিভাগ ও স্থানীয় প্রশাসন। তবে আগুণে গাছপালা ও বন্যপ্রাণির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও কেউ বলতে পারেনি।
এদিকে আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও বন বিভাগ।