
ছবি: ইন্টারনেট
ফরিদপুরের কানাইপুরে বাস-পিকাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ই এপ্রিল) সকালে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অনেকে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
ফরিদপুর কোতোয়ালী থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের কানাইপুরে মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি আরও জানান “ঢাকা থেকে মাগুরাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের এই সংঘর্ষ হয়। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।