ছবি: ইন্টারনেট
অতিরিক্ত যানবাহনের চাপ এবং কয়েকটি গাড়ি বিকল হওয়ার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু থেকে কালিহাতী উপজেলার পৌলী পর্যন্ত ১৭ কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরে ফেরা মানুষ। মঙ্গলবার (৯ এপ্রিল) ভোর থেকে এ যানজটের সৃষ্টি হয় বলে জানিয়েছে পুলিশ।
দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহনও বেড়েছে। এছাড়া খোলা ট্রাক, বাস ও পিকআপ করে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে পৌঁছাচ্ছে অনেককেই । তবে এই পথের সব গাড়িকে যানজটে পড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সেতু কতৃপক্ষ জানিয়েছে, রোববার রাত ১২ টা থেকে সোমবার রাত ১২ টা পর্যন্ত ৪৩ হাজার ৪২৭ টি যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে। পুলিশ জানায়, ভোরে মহাসড়কের বিভিন্ন স্থানে কয়েকটি যানবাহন বিকল হওয়ায় এবং অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় যানজটের সৃষ্টি হয়।