ছবি সংগৃহীত
নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী রোহিঙ্গাদের একটি ক্লাস্টার ঘরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ঘটনায় ৪ শিশু মারা গেছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। এর আগে, সোমবার (২৬ ফেব্রুয়ারি) চমেকের বার্ন ইউনিটে আহত অবস্থায় তাদের ভর্তি করা হয়।
উল্লেখ্য, গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ভাসানচরে রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্পের ৮১ নম্বর ক্লাস্টার ঘরে গ্যাসের সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৫ শিশুসহ ৯ জন দগ্ধ হন।
আহত ব্যক্তিদের প্রথমে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাতজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠান। সাতজনের মধ্যে রাসেল নামে ৩ বছর বয়সী এক শিশুকে ওই দিনই মৃত ঘোষণা করেন চিকিৎসক।