শনিবার ২৭ জুলাই ২০২৪, শ্রাবণ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বিআইডব্লিউটিএ’র গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

আলো আভা ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৭, ৩ ফেব্রুয়ারি ২০২৪

বিআইডব্লিউটিএ’র গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের খানপুর বরফকল এলাকায় বিআইডব্লিউটিএ গুদামের উন্মুক্ত জায়গায় প্লাস্টিক পাইপের স্থানে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। আগুনে সেখানে রাখা বিপুল প্লাস্টিকের পাইপ ফ্লোটিং ডিভাইস পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। শনিবার ( ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী পুলিশ জানায়, শহরের খানপুর বরফকল এলাকায় বিআইডব্লিউটিএ গুদামের সীমানা প্রাচীরের ভেতরে উন্মুক্ত জায়গায় নদী খননে প্লাস্টিক পাইপ, ফ্লোটিং ডিভাইস লোহার পাইপ সংরক্ষণ করা হয়। শনিবার দুপুরে হঠাৎ করে সেখানে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের ধোঁয়ার কুণ্ডলী ৩০-৪০ ফুট উপরে উঠে যায়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের নারায়ণগঞ্জ, হাজীগঞ্জ আদমজী স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আনোয়ারুল হক। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। কী কারণে আগুনের সূত্রপাত তা তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়