ছবি: ইন্টারনেট
বিএনপির ডাকা নবম দফার অবরোধ কর্মসূচিতে জয়পুরহাট জেলা শহরের গুলশান মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৪ ডিসেম্বর) দুপুর ১২ টা ৪০ মিনিটের দিকে ওই ঘটনা ঘটে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলশান মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খঞ্জনপুর দিক থেকে একটি মোটরসাইকেলে তিনজন ব্যক্তি এসে গুলশান মোড়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা হেলমেট পরিহিত ছিল। ককটেল বিস্ফোরণের পর তারা সিমেন্ট ফ্যাক্টরি বাইপাস এলাকা দিয়ে চলে যান। ককটেল বিস্ফোরণের সময় বিকট শব্দ এবং প্রচুর ধোঁয়া হয়। তখন মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।