শুক্রবার ০৬ ডিসেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ২২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

গাজীপুরে আবারও পুলিশ-শ্রমিক সংঘর্ষ, বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫২, ৯ নভেম্বর ২০২৩

গাজীপুরে আবারও পুলিশ-শ্রমিক সংঘর্ষ, বিজিবি মোতায়েন

ছবি: ইন্টারনেট

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বিসিক এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ( নভেম্বর) দুপুরের পর থেকে কোনাবাড়ী বিসিক এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।

এরপর পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিলে উত্তেজিত শ্রমিকরা কোনাবাড়ী এলাকায় তুসকা গার্মেন্টস কারখানা এলাকায় ফের সংঘর্ষে জড়ায়। সময় পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বিজিবি ্যাবের একাধিক টহল টিম কাজ করছে।

এর আগে সকালে গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। সাড়ে ১২ হাজার টাকার নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করেছে তারা। শ্রমিকদের দাবি ২৩ হাজার টাকা। পাশাপাশি বিচার চান সহকর্মীদের মৃত্যুর। তবে মালিকদের আশ্বাসে অনেকেই কাজে যোগ দিয়েছেন। এদিকে গাজীপুর শিল্প এলাকায় নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ৪৪ প্লাটুন বিজিবি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়