শনিবার ২৬ অক্টোবর ২০২৪, কার্তিক ১০ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

রমনা-রৌমারী নৌরুটে নতুন আশা, ফেরি চলাচল শুরু

আলো আভা ডেস্ক

প্রকাশিত: ১৩:২০, ২১ সেপ্টেম্বর ২০২৩

রমনা-রৌমারী নৌরুটে নতুন আশা, ফেরি চলাচল শুরু

ছবি সংগৃহীত

হুইসেল বাজিয়ে মন্ত্রী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষদের নিয়ে প্রথমবারের মতো কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের রমনা ঘাট থেকে ছেড়েছে ফেরি কুঞ্জলতা। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে চিলমারীর রমনা ঘাটে সুধী সমাবেশে বক্তব্যের পর ফেরিতে ফিতা কেটে এর উদ্বোধন করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ফেরি চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বাসে ভাসছে ব্রহ্মপুত্র পাড়ের মানুষ।

ফলে ফেরি চলাচলে অঞ্চলের মানুষের যোগাযোগ ভোগান্তির অবসানের সঙ্গে মালামাল পরিবহনে যুগান্তকারী পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রামের চিলমারী নৌবন্দরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ফেরি সার্ভিস ফেরিঘাট উদ্বোধন এবং চিলমারী নদীবন্দর উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী। সুধী সমাবেশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম- আসনের সংসদ সদস্য, প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, বিআইডব্লিউটিসি চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) এসএম ফেরদৌস আলম, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহিন, চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাফিউল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচুসহ অনেকে।

ফেরি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ। সময় শুধু বাংলাদেশের ওপর পশ্চিমাদের চাপ নয়, পশ্চিমা বিশ্বের ওপর বাংলাদেশেরও চাপ আছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়