
ছবি: ইন্টারনেট
চট্টগ্রামে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ আগস্ট) সকালে নগরীর ষোলশহর রেলস্টেশন সংলগ্ন আইডব্লিউ কলোনিতে ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. সোহেল (৩৫) ও তার সাত মাস বয়সী মেয়ে বিবি জান্নাত।
এর আগে শনিবার (২৬ আগস্ট) রাত ১২টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত নগরে প্রায় ১৭০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে আমবাগান আবহাওয়া অধিদপ্তর। টানা বৃষ্টিতে পাহাড়ের একাংশ ধসে পড়ে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড়ের নিচে ঘর বানিয়ে সোহেল স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করতেন। রাতভর অতি বৃষ্টির পর সকালের দিকে আইডব্লিউ কলোনির প্রায় ৫০ ফুট খাড়া পাহাড় থেকে মাটি ধসে ওই ঘরের ওপর পড়ে। এতে তারা আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।
চমেক হাসপাতালের নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আহত অবস্থায় সোহেল ও তার মেয়েকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত্যু হয়েছে বলে জানান।’