বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩, চৈত্র ১৬ ১৪২৯

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ছেঁড়া দ্বীপে কোস্ট গার্ড ৫৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৫, ১২ মার্চ ২০২৩

ছেঁড়া দ্বীপে কোস্ট গার্ড ৫৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে

ছবি: ইন্টারনেট

সেন্টমার্টিন এর ছেঁড়া দ্বীপ সংলগ্ন কেয়া বন এলাকায় অভিযানে ৫৮৫ বোতল বিদেশী মদ জব্দ করেছে কোস্ট গার্ড।

গতকাল শনিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার ভোরে বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রাগিব তানজুম স্বর্ণাভ-এর নেতৃত্বে সেন্টমার্টিনস্থ ছেঁড়া দ্বীপ সংলগ্ন কেয়া বন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ছেঁড়া দ্বীপের কেয়া বন এর মধ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৩৫টি পরিত্যক্ত বস্তা দেখতে পাওয়া যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্য কর্তৃক বস্তাসমূহ তল্লাশি করে ৫৮৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এসময় অবৈধ বিদেশি মদ পাচারকারীরা ঘটনাস্থলে উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, জব্দকৃত বিদেশী মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়