বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে আতংক থামছেই না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৫, ২১ সেপ্টেম্বর ২০২২

নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে আতংক থামছেই না

ছবি সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের আতংক যেন থামছেই না। মিয়ানমারের মাত্রাতিরিক্ত গোলাবর্ষণের শব্দে বান্দরবান সীমান্ত পরিস্থিতি ক্রমশ ভয়ংকর হয়ে উঠছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোর হতেই থেকে থেমে থেমে মিয়ানমারের অভ্যন্তরে মর্টারশেল গোলাবর্ষণের আওয়াজ পাওয়া গেলেও আজ সকাল থেকে কোন গোলাগুলির শব্দ এখনও পাওয়া যায়নি।

গত একমাস ধরে তুমব্রু সীমান্তের মিয়ানমার অংশে মিয়ানমারের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির (এএ) সঙ্গে মিয়ানমার সরকারি আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। দুপক্ষের সংঘাতের মধ্যেই মর্টারশেলের গোলা এবং ভারি অস্ত্রের গুলি এসে পড়ছে বাংলাদেশ ভূখন্ডের তুমব্রু সীমান্তে।

এদিকে এই পরিস্থিতিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু, বাইশফাঁড়ি, রেজু, আমতলী, ফাত্রাঝিরি, চাকমাপাড়াসহ সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয়দের চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাড়ানো হয়েছে টহল বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়