বুধবার ১৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সাংবাদিকের ওপর হামলায় গ্রেফতারকৃত বিএমডিএ’র ২ কর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৩, ১৯ সেপ্টেম্বর ২০২২

সাংবাদিকের ওপর হামলায় গ্রেফতারকৃত বিএমডিএ’র ২ কর্মী কারাগারে

ছবি সংগৃহীত

রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) জড়িতদের মধ্যে জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার রাতে ঢাকার মোহাম্মদপুর বিএমডিএ রেস্ট হাউজ থেকে সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় রাজশাহী মেট্রোপলিটনের রাজপাড়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, এজাহারভুক্ত আসামি বিএমডিএর ভাণ্ডাররক্ষক মো. জীবন গাড়িচালক সবুর। আসামিদের সকালে ঢাকা থেকে রাজপাড়া থানায় নিয়ে আসা হয়।

এদিকে দুপুরে তাদের সিএমএম আদালতে তোলা হলে, বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

গেল সেপ্টেম্বর পেশাগত দায়িত্ব পালনের সময় লাইভ চলাকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ- বিএমডিএ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সংঘবদ্ধ হামলার শিকার হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ক্যামেরাপার্সন রুবেল ইসলাম।

ঘটনায় সেপ্টেম্বর রাতেই নগরীর রাজপাড়া থানায় বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশিদকে প্রধান আসামি করে জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও /১০ জনের নামে মামলা দায়ের করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়