
ছবি সংগৃহীত
এখনও থেমে থেমে গোলাগুলি চলছে বান্দরবানের তুমব্রু সীমান্তে মিয়ানমার অংশে।
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আজিজ জানান, রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টার পর কয়েক দফা গোলার আওয়াজ ভেসে আসে। এতে আতঙ্ক বেড়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে।
এদিকে, সীমান্ত নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় আছে বিজিবিসহ একাধিক বাহিনী। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, বান্দরবান জেলা প্রশাসন।
এরই মধ্যে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে কয়েকটি পরিবারকে। পরিবর্তন করা হয়েছে এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রও। ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের ৪১৬ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে উখিয়ার কুতুপালং উচ্চবিদ্যালয়ে।