শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

রাজবাড়ী, শরীয়তপুর ও মাদারীপুরে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২২, ২৪ জুন ২০২২

রাজবাড়ী, শরীয়তপুর ও মাদারীপুরে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

ছবি সংগৃহীত

রাজবাড়ী, শরীয়তপুর ও মাদারীপুরের নিম্নাঞ্চলে আজ শুক্রবার স্বল্পমেয়াদি বন্যা হতে পারে। তবে  সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। 

গতকাল (২৩ জুন) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানায়।

পূর্বাভাসে বলা হয়, পদ্মা ছাড়া দেশের সব প্রধান নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় তিস্তা অববাহিকা ছাড়া দেশের ভেতরে এবং উজানের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা কম। আগামী ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র, যমুনা, ধরলা, দুধকুমার এবং দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদ-নদীর (তিতাস ছাড়া) পানি হ্রাস অব্যাহত থাকতে পারে।  

আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও সিকিমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে তিস্তা নদীর পানি বেড়ে বিপত্সীমার কাছাকাছি অবস্থান করতে পারে। এ ছাড়া কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও জামালপুরে  বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।  

আবহওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৮ জুন পর্যন্ত দেশের কোথাও ভারী বৃষ্টির শঙ্কা নেই। এরপর আবার বৃষ্টি বাড়তে পারে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়