শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

হবিগঞ্জে ৫১ ইউনিয়নের মানুষ পানিবন্দি

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশিত: ১১:৪৩, ২৩ জুন ২০২২

হবিগঞ্জে ৫১ ইউনিয়নের মানুষ পানিবন্দি

ছবি: সংগৃহীত

হবিগঞ্জে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। আজমিরীগঞ্জ, নবীগঞ্জ, বানিয়াচং, লাখাই হবিগঞ্জ সদর উপজেলার পর প্লাবিত হচ্ছে মাধবপুর বাহুবল উপজেলা।

হবিগঞ্জ জেলা প্রশাসনের দেওয়া সর্বশেষ তথ্যে বুধবার (২২ জুন) জানা যায়, সাত উপজেলার ৭৯ হাজার ৭২০ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাবিত হয়েছে জেলার ৬৬৫ বর্গ কিলোমিটার এলাকা। বন্যাদুর্গতদের আশ্রয় দিতে ২২৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, প্রশাসনের পক্ষ থেকে বন্যার্ত মানুষের জন্য সাহায্য অব্যাহত রয়েছে। দুর্গত এলাকাগুলোতে ২০০ মেট্রিক টন চাল, হাজার প্যাকেট শুকনো খাবার নগদ ১০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও আমাদের কাছে মজুত রয়েছে। বন্যাদুর্গত মানুষের চিকিৎসাসেবা দিতে ৩০টি মেডিকেল টিম কাজ করছে।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়