শুক্রবার ০৬ ডিসেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ২২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জবি ছাত্রশিবির: ১৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ১৮:২৯, ২৬ অক্টোবর ২০২৪

জবি ছাত্রশিবির: ১৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

ছবি সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ১৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১১টায় জবি শাখা ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেইজে সংগঠনটির প্যাডে কমিটি প্রকাশ করা হয়।

কমিটিতে সভাপতি হিসেবে আছেন গণিত বিভাগের ২০১৫১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইকবাল হোসেন শিকদার সেক্রেটারি হিসেবে ইতিহাস বিভাগের ২০১৬১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আসাদুল ইসলাম।

অন্যরা হলেন, অফিস সম্পাদক পদে ২০১৮১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রিয়াজুল ইসলাম, বিজ্ঞান, গবেষণা আন্তর্জাতিক সম্পাদক পদে পরিসংখ্যান বিভাগের ২০১৭১৮ সেশনের নাজমুল হক, প্রচার সাংস্কৃতিক সম্পাদক পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮১৯ সেশনের ইব্রাহীম আলী বায়তুলমাল (অর্থ) সম্পাদক পদে রয়েছেন ফিন্যান্স বিভাগের ২০১৮১৯ সেশনের মো. শাওন সরদার, দাওয়াহ সম্পাদক হিসেবে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮১৯ শিক্ষাবর্ষের মো. আরিফুল ইসলাম, সাহিত্য প্রকাশনা সম্পাদক ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগে ২০১৮১৯ শিক্ষাবর্ষের মাঈন উদ্দিন, স্কুল, বিতর্ক তথ্য প্রযুক্তি সম্পাদক সমাজকর্ম বিভাগের ২০১৮১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদ হাসান রাসেল, সমাজসেবা ছাত্রকল্যাণ সম্পাদক নৃবিজ্ঞান বিভাগের ২০১৬১৭ মো. জুবায়ের আহমেদ।

এছাড়াও, আবাসন পাঠাগার সম্পাদক ইসলাসিক স্টাডিজ বিভাগের ২০১৯২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাসুম বিল্লাহ, ছাত্র আন্দোলন শিক্ষা সম্পাদক ইতিহাস বিভাগের ২০১৭১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহিন আহমেদ, এইচআরডি ব্যবসায় শিক্ষা সম্পাদক হিসেবে ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯২০ শিক্ষাবর্ষের মোহাম্মদ জাহেদ, আইন সম্পাদক, ইসলামের ইতিহাস বিভাগের ২০১৯২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সোহাগ আহমেদ।

কমিটি প্রকাশ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ইকবাল হোসেন শিকদার বলেন, কমিটি নতুন গঠন করা নয়। ছাত্রশিবিরের সকল শাখার কমিটি শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে বছরের জানুয়ারি মাসে গঠন করা হয়ে থাকে।

এর আগে গত ১১ অক্টোবর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সামনে এসেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়