সোমবার ০৬ মে ২০২৪, বৈশাখ ২৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ চুয়েট শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪০, ২৪ এপ্রিল ২০২৪

দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ চুয়েট শিক্ষার্থীদের

ছবি: ইন্টারনেট

সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় উত্তাল চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)

বুধবার (২৪ শে এপ্রিল) সকালে কাপ্তাই সড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের বিক্ষোভ করে তারা। শিক্ষার্থীদের আন্দোলনে বিপাকে পড়েন যাত্রীরা।

এসময় শিক্ষার্থীরা দোষী বাসচালক সহকারীকে গ্রেফতার, ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ, আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যয়ভার বহন, চুয়েট প্রশাসনকে বাদী হয়ে মামলাসহ নয় দফা দাবি জানান। দাবি আদায় না হলে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।

এদিকে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খানকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য: গত সোমবার বিকেলে কাপ্তাই সড়কে শাহ আমানত পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চুয়েটের দুই শিক্ষার্থী নিহত হন। আহত হন  আরও এক শিক্ষার্থী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়